E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা-২ আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন 

২০২৪ জানুয়ারি ০৫ ১৮:০৩:৩৫
মাগুরা-২ আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে জমে উঠেছে এ আসনের সংসদ নির্বাচন।

নির্বাচনী প্রচার-প্রচারণা নির্বাচনী সভা মিছিল মাইকিং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ।দলীয় নেতাকর্মীদের মিছিল ও প্রচার প্রচারণায় করতে দেখা গেছে নির্বাচনী এলাকায়।

নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী ৫ জানুয়ারী শুক্রবার পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর ফলে শেষদিকে জমজমাট প্রচার-প্রচারণায় ব্যস্ত দেখা যায় প্রার্থী ও নেতাকর্মীরা।

নির্বাচনের প্রথম দিকে তেমন কোনো নির্বাচনী আমেজ পাওয়া নাগেলেও শেষ মুহূর্তে জমে উঠেছে- ৯২ মাগুরা-২ আসনের প্রচার প্রচারণা।

প্রতিদিন সকাল থেকে শুরু করে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীরা এলাকায় নির্বাচনী জনসভা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন এ আসনের ৬ জন সংসদ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকেরা। মাগুরা-২ সংসদীয় আসন ১৯-টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে মহম্মদপুর-শালিখা এবং মাগুরা সদরের ৪টি ইউনিয়ান শত্রুজিৎপুর, কুচিয়ামোড়া, বেরইল-পলিতা ও গোপাল গ্রাম ইউনিয়ন পরিষদ।

তবে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। যথাক্রমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে নিয়ে ড.শ্রী বীরেন শিকদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মুরাদ আলী, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোঃ আসাদুজ্জামান দলীয় প্রতীক একতারা, তৃণমূল বিএনপি’র সোনালি আঁশ প্রতীক নিয়ে মোঃ আখিদুল ইসলাম, এছাড়া স্বতন্ত্র প্রতীক ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছেন মোঃ মশিয়ার রহমান। শেষ মুহূর্তে নির্বাচনী এলাকার হাট বাজার চায়ের দোকান পাড়া মহল্লায় নির্বাচনী হাওয়া বইছে।

ভোটারদের হিসাব নিকাশ অনুযায়ী এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন বলে এলাকার সাধারণ ভোটার ধারণা করছেন জাতীয় পার্টির প্রার্থী মোঃ মুরাদ আলীও স্বতন্ত্র প্রার্থী মো.মশিয়ার রহমান। তবে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার মহম্মদপুরে নির্বাচনী জনসভায় বলেন,

আমি মহম্মদপুর বাসীকে অত্যন্ত ভালোবাসি।মহম্মদপুর বাসীও আমাকে ভালোবাসে। তাই উন্নয়নের শতভাগ মহম্মদপুরে করেছি। এই উন্নয়নের ধারাবাহিকয়তা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

(বিএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test