E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় বই উৎসব

২০২৪ জানুয়ারি ০২ ১৬:৪৫:৩৩
মাগুরায় বই উৎসব

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১ জানুয়ারি বছরের প্রথম দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব করা হয়েছে। 

এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকার বছরের প্রথম দিনে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করে থাকে।

জানাগেছে, মাগুরা জেলায় এ বছর প্রাথমিক পর্যায়ে ৪,৯০,১৩৬টি এবং মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ১১,৪০,০০০টি বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকদের মাঝেও আনন্দের সঞ্চার ঘটেছে।

এ সময় জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন মাগুরার চার উপজেলা মাগুরা সদর, শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর বই উৎসব সম্পন্ন হয়েছে।

(বিএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test