E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা 

২০২৩ ডিসেম্বর ১৯ ১৫:৫১:১৪
মাগুরায় বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে মাগুরা সদর থানা ৫০-৪৫ পয়েন্টে মহম্মদপুর থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গৌরবময় এ কাবাডি খেলা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছিলো।কাবাডির নবজাগরণ এনে দিয়েছেন বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ স্যার এবং ডিএমপি কমিশনার স্যার। আমাদের জাতীয় খেলা কাবাডিকে উঁচুমাত্রায় নিয়ে আসার জন্য তাঁরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যদি এই খেলা বেশি বেশি অনুষ্ঠিত হয় এবং ভালো ভালো খেলোয়াড়রা বের হয়ে আসে তাহলে বাংলাদেশ একদিন কাবাডিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, উভয় দলই তাদের দুর্দান্ত খেলা দেখিয়েছেন। বিশেষ করে মাগুরা সদর থানা কাবাডি টিম প্রথমদিকে পিছিয়ে থেকেও তাদের সেরা নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজকের ম্যাচটি অত্যন্ত চমৎকার ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমরা একটি মনোমুগ্ধকর খেলা উপভোগ করেছি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন। কাবাডি খেলাকে বিশ্বের দরবারে একটি আকর্ষণীয় খেলা হিসেবে পরিচিত করতে চাই। আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে কাবাডিতে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা, দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরাসহ মাগুরা জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ,প্রশিক্ষক ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test