E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০২৩ ডিসেম্বর ১৮ ২১:৪৯:১৫
নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৪ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

মোঃ শান্ত, স্টাফ রিপোর্টার : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক দেয়া হয়েছে।

সোমবার ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ইদানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার প্রমুখ।

৭ জানুয়ারি যে যে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক (নৌকা), তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পাটের (পাটের সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী মোঃ সাইফুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মোঃ শাহজাহান ভূঁইয়া (কেটলী), স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি মোঃ জয়নাল আবেদন চৌধুরী (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা (ঈগল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান (আলমারি), ইসলামী ফ্রন্ট থেকে একেএম শহীদুল ইসলাম (চেয়ার), জাকের পার্টি থেকে মোহাম্মদ জোবায়ের আলম ভূঁইয়া (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীদের মধ্যে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয় (সোনালী আঁশ), জাকের পার্টির মোঃ শাহজাহান (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম (ঈগল) প্রতীক পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বী
প্রার্থীদের মধ্যে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত (নৌকা), জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (লাঙ্গল), বিএনএম মনোনীত প্রার্থী এবিএম ওয়ালিউর রহমান খান (নোঙর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মজিবুর রহমান মানিক (ফুলের মালা), বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী নারায়ণ দাস (কুলা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের নেতা এএইচএম মাসুদ (ঈগল), মুক্তিজোটের মোঃ আরিফ (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম হোসাইন (একতারা) প্রতীক পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ৮ জন
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান (নৌকা), জাকের পার্টি থেকে মুরাদ হোসেন জামাল (গোলাপ ফুল), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মোঃ হাবিবুর রহমান (চেয়ার), তৃণমূল বিএনপি থেকে আলী হোসেন (পাটের সোনালী আঁশ), সুপ্রীম পার্টি থেকে মোঃ সেলিম আহমেদ (একতারা), ন্যাশনাল পিপলস পার্টির শহিদ উন নবী (আম), বাংলাদেশ কংগ্রেস থেকে গোলাম মুর্শেদ রনি (ডাব), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মোঃ ছৈয়দ হোসেন (মশাল) প্রতীক পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, জাতীয় পার্টি থেকে একেএম সেলিম ওসমান (লাঙ্গল), তৃনমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ ভাসানী ভূইয়া (পাটের সোনালী আঁশ), ইসলামী ফ্রন্ট থেকে এএমএস একরামুল হক (চেয়ার), বাংলাদেশ সুপ্রীম পার্টির ছামছুল ইসলাম (একতারা) প্রতীক পেয়েছেন।

(এমএস/এএস/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test