E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চতুর্থবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করবেন গোলাম দস্তগীর গাজী

২০২৩ ডিসেম্বর ১৮ ১৬:৩১:৪৩
চতুর্থবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করবেন গোলাম দস্তগীর গাজী

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : টানা চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। 

আজ সোমবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকে এ প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এর আগে তিনি ২০০৮,২০১৪,২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, রূপগঞ্জের জনগণের সমর্থন নিয়ে আমি নির্বাচনে এসেছি। সবাই উন্নয়ন দেখে ভোট দেবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিভিন্ন জনমত জরিপে আমি বহু এগিয়ে আছি।

প্রতীক বরাদ্দের পর থেকেই রূপগঞ্জে তার কর্মী সমর্থকরা আনন্দ উল্লাস করছে।

(এস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test