E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশনের উদ্যোগ

নবীনগরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০২৩ ডিসেম্বর ১৬ ১৫:৫৬:৪১
নবীনগরে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের সহ সভাপতি মাহাবুবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ইয়াবের হাসান জামিল, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান, এস আই এম এ মান্নান, সংগঠনের নারী সম্পাদিকা রুমানা আক্তার প্রমুখ।

বক্তারা শীতবস্ত্র বিতরণের এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরণের অনুকরণীয় আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি উদাত্ত আহবান জানান।

জবাবে অনুষ্ঠানের সভাপতি ফখরুল ইসলাম মাছুম জানান, অসহায় ও দরিদ্র প্রায় আড়াইশ শীতার্থদের মাঝে ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশনের মাঝে আজ আমরা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা নানা সামাজিক কর্মকান্ড পরিচালনাসহ এ ধরণের আয়োজন অব্যাহত রাখবো। সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।'

অনুষ্ঠান সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদেরকে এ আয়োজনে যুক্ত হওয়ায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসংগত, ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশন নামের সংগঠনটি সম্প্রতি ঢাকায় আত্মপ্রকাশ করার পর এটিই এ সংগঠনের প্রথম সামাজিক অনুষ্ঠান।

(জিডি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test