E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২৩ ডিসেম্বর ১৪ ০০:৪২:২০
শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষসহ ২জন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা দোহার সড়কের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী (৫৫) নিহত হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় শুখানুর রহমান সুজন (৩৫) নামে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত ওই নারী একজন মানসিক রোগী। অপরদিকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা ভাঙ্গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলা ষোলঘর নামক স্থানে ঢাকামুখি লেনে দ্রুতগামী একটি বাস অপর একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শুখানুর রহমান সুজন (৩৫) নামক এক ব্যক্তি নিহত হয়।

নিহত সুজন যশোর জেলার বাগারপাড়া উপজেলার দয়া রামপুর গ্রামের সুলতান শিকদারের ছেলে। তিনি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডে নারায়ণগঞ্জ মার্কেটে মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান,নিহত দুজনের লাশ শ্রীনগর ও হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্ত করা হয়েছে।

(এম/এএস/ডিসেম্বর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test