E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবীনগরে পাঁচ সফল নারী উদ্যোক্তাকে জয়িতা পুরস্কার প্রদান

২০২৩ ডিসেম্বর ০৯ ১৭:৪২:২৭
নবীনগরে পাঁচ সফল নারী উদ্যোক্তাকে জয়িতা পুরস্কার প্রদান

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বেগম রোকেয়া দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচ সফল নারী উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই পাঁচ নারী উদ্যোক্তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

জয়ীতা পুরস্কারে ভূষিত ওই পাঁচ নারী উদ্যোক্তা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নবীনগর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক তাসনিয়া জাহান, একজন জননী হিসেবে সাফল্য অর্জনকারী পরিবাররকল্যাণ পরিদর্শিকা সুলতানা রাজিয়া, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা মাহমুদা মামুন, নির্যাতনের শিকার হয়েও নারী উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জনকারী খাদিজা আক্তার ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা নিগার সুলতানা।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মাহমুদা জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহ্সান উল্লাহ, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আবু কাউছার, শাহীন রেজা টিটু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাংবাদিক জামাল হোসেন পান্না, মিঠু সূত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ, মাজেজুল ইসলাম, নূরে আলম, খন্দকার আলমগীর প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।

পরে স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা অনুষ্ঠানে কবিতা পাঠ করে উপস্থিত স্রোতাদের মুগ্ধ করেন।

(জিডিএ/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test