E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিজিপিএস '৮৯ ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৩ ডিসেম্বর ০৮ ১৭:৪৪:৫৩
বিজিপিএস '৮৯ ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের '৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন বিজিপিএস '৮৯ ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুর, নবগ্রাম, ছোটমৌকুড়ী, বড়মৌকুড়ী, চরমৌকুড়ী গ্রামের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় এবছরও শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধা যাচাই এর মাধ্যমে প্রতি শ্রেণি থেকে ৩ জন করে মোট ৯ জনকে এ বৃত্তি প্রদান করা হয়ে থাকে। মাসিক হারে ১২ মাসের জন্য প্রতি শিক্ষার্থীকে বার্ষিক সর্বোচ্চ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। ২০২৪ সালের পরীক্ষা গ্রহণ শেষে ২০২৩ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিগত ৬ মাসের বৃত্তির টাকা প্রদান করা হয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশন এর সভাপতি ফরহাদ হোসেন এফসিএ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর এর সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কাতলাগাড়ী কলেজ এর সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর অরণ্য, সদস্য প্রভাষক শফিকুল ইসলাম, আকমল হোসেন, মরিয়মুন্নাহার কনা, আম্বিয়া খাতুন, মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test