E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলফাডাঙ্গা পৌর মেয়রের জন্মদিনে জার্মানির অনরারি কনস্যুলার

২০২৩ ডিসেম্বর ০৩ ১৩:৪১:৪৯
আলফাডাঙ্গা পৌর মেয়রের জন্মদিনে জার্মানির অনরারি কনস্যুলার

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুর আলফাডাঙ্গা পৌরসভার মেয়রের ৪০ তম  জন্মদিন উপলক্ষে কেক কাটল জার্মানির অনরারি কনস্যুলার এবং তার স্ত্রী।

শনিবার ২ ডিসেম্বর রাত ৯ টায় আলফাডাঙ্গা পৌর ভবনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে পৌর মেয়র আলি আকসাদ ঝন্টুর ৪০ তম জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে পৌর ভাবনে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। পৌর মেয়রের জন্মদিন ঘিরে বিশাল কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির অনরারি কনস্যুলার এবং বাংলাদেশ আওয়ামিলীগের শিল্প ও বানিজ্যিক বিষয়ক উপকমিটর সদস্য ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া এবং তার সহধর্মিণী কেয়া মিয়া৷

এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হাসান, সাবেক আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, বাংলা৭১ ও উত্তরাধিকার ৭১নিউজের আলফাডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক তন্ময় উদ্দৌলা, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজি কাওসার টিটো, পৌর ছাত্রলীগ সভাপতি রায়হান আজিজ খান, জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য তারিকুল ইসলাম প্রমুখ।

এর আগে প্রথমে রাত ৮টায় পৌর সদর বাজারের জেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলা ও পৌর ছাত্রলীগ মেয়র আলি আকসাদ ঝন্টুর জন্মদিন কেক কেটে পালন করে।

এছাড়াও মাগরিব বাদ পৌর যুবলীগ নেতা ইব্রাহীম হোসেনের আয়োজনে মিঠাপুর গোরস্থান মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলফাডাঙ্গা পৌরসভার মেয়রের নেক হায়াৎ এবং সুস্বাস্থ্য ও সফল্যের জন্য দোয়া মাহফিলের করা হয়।

উল্লেখ্য, গত ২০২২ সালের ২৯শে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনে আলফাডাঙ্গা পৌরসভা হতে ৪৯৪২ ভোট পেয়ে স্বতন্ত্র মেয়র নির্বাচিত হন আলি আকসাদ ঝন্টু।

(টিইউ/এএস/ডিসেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test