E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মাগুরায় দুটি আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা 

২০২৩ ডিসেম্বর ০২ ১৮:৫৭:২৪
মাগুরায় দুটি আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় দুটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫-জন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেল প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয় সূত্র জানা যায়, মাগুরা-১ আসন থেকে-৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগে মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাকিব আল হাসান, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী এ্যাডঃ কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টি থেকে মোঃ সিরাজুল সাইফিন সাইফ, জাকের পার্টি থেকে মোঃ মাসুদ পারভেজ, (বিএনএফ) থেকে কে.এম মোতাসিম বিল্লাহ, সনজয় কুমার রায় রনি-তৃণমূল বিএনপি ও সঞ্জয় কুমার ভাদুড়ী-বাংলাদেশ জাতীয় পার্টি।

অন্যদিকে মাগুরা-২ আসনে-৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেস, মশিয়ার রহমান স্বতন্ত্র মোঃ আলী হায়দার-জাকের পার্টি, কাজী শরীফ উদ্দিন-স্বতন্ত্র,

মোঃ আসাদুজ্জামান-বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি), মোঃ মুরাদ আলী-জাতীয় পার্টি, মোঃ আখিদুল ইসলাম তৃণমূল বিএনপি জমাদানের শেষ দিন ৩০ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দিয়েছেন বলে জানা গেছে।

(বিএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test