E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টাঙ্গাইলের ৮ আসনের বিপরীতে ৭১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০২৩ ডিসেম্বর ০১ ১৮:২৫:৫০
টাঙ্গাইলের ৮ আসনের বিপরীতে ৭১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিপরীতে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দেওয়ার শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, জেলার ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৮জন, স্বতন্ত্র প্রার্থী ২৩ জন, জাতীয় পার্টির ৯ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৩ জনসহ অন্যান্য দলের মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি (আওয়ামী লীগ), সাবেক এমপি খন্দকার আনোয়ারুল হক (স্বতন্ত্র) ও মোহাম্মদ আলী (জাতীয় পার্টি)।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমান এমপি তানভীর হাসান ছোট মনির (আওয়ামী লীগ), গোপালপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার (স্বতন্ত্র) ও হুমায়ুন কবির তালুকদার (জাতীয় পার্টি)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কামরুল হাসান খান (আওয়ামী লীগ), দুইবারের সাবেক এমপি আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র) ও আব্দুল হালিম (জাতীয় পার্টি)।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন (স্বতন্ত্র), কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ(আওয়ামী লীগ), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন (স্বতন্ত্র), কেন্দ্রীয় বিএনপির সদ্য বহিস্কৃত নেতা অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র), কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়(স্বতন্ত্র), মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি হাসরত খান ভাসানী (স্বতন্ত্র), মোজাম্মেল হক (জাতীয় পার্টি)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু (স্বতন্ত্র), জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক এমপি আবুল কাশেম (জাতীয় পার্টি), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী আনিসুর রহমান বুলবুল (স্বতন্ত্র), মামুনুর রহিম (জাতীয় পার্টি), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র)।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান এমপি খান আহমেদ শুভ (আওয়ামী লীগ), মির্জাপুর উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু(স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই (স্বতন্ত্র), আরমান হোসেন তালুকদার (কৃষক শ্রমিক জনতা লীগ)।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয় (আওয়ামী লীগ), রেজাউল করিম (জাতীয় পার্টি)।

এছাড়া বিএনএম, জাকের পার্টি সহ ছোট ছোট দলের অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় না আসার আশঙ্কা রয়েছে।

(এসএম/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test