E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত গ্রেফতার

২০২৩ নভেম্বর ২৮ ০০:৩০:৫৯
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত গ্রেফতার

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ডাকাতির প্রস্তুতি কালে মো:মাসুদ (২৬) ও ইদ্রিস আলী (২৪) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে চাকু, লোহার কাটার, লম্বা ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বাহনকৃত নাম্বার বিহীন একটি পিকাপভ্যান জব্দ করা হয়।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান সোমবার রাত ৩ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা থেকে ওই দুই ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুদ হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের কল্লিপাড়ার আলাল মিয়ার ছেলে ও ইদ্রিস আলী নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের আব্দুল মান্নানের ছেলে। তারা ঢাকার কদমতলী ও শনির আখরায় ভাড়া বাড়িতে থাকে।

এদের বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। আটককৃতদের মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

(এআইএম/এএস/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test