E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামল ভট্টাচার্য্যের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও সম্মাননা প্রদান 

২০২৩ নভেম্বর ০৫ ১৫:৪৭:০৩
শ্যামল ভট্টাচার্য্যের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও সম্মাননা প্রদান 

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : অসাম্প্রদায়িক মননের প্রতীক শ্রদ্ধেয় শিক্ষক শ্যামল ভট্টাচার্য্য-এর ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বগুড়া নাট্যদল এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাট্যকলায় অসামান্য কীর্তির জন্য নাট্যকলায় শ্যামল ভট্টাচার্য্য স্মৃতি পদক প্রদান করা হয় বগুড়ার প্রাবীণ নাট্য ব্যক্তিত্ব উৎপল ভট্টাচার্য্যকে। শুরুতে শ্যামল ভট্টাচার্য্যের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ মূলক আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল ভট্টাচার্য্যের সহধর্মিণী সুকৃতি ভট্টাচার্য্য।

বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলালের সভাপতিত্বে এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক এটিএম রাশেদুল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন-সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, জিলা স্কুলের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র সরকার, বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, বগুড়া নাট্য দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাসদ বগুড়া জেলা সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ সুলতান আহমেদ, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল আউয়াল, এইচ আলিম, বগুড়া নাট্যদলের উপদেষ্টা একরাম হোসেন, সংস্কৃতজন শীলা পারভীন, বিজয় কুমার শীল, আজিজার রহমান তাজ প্রমুখ।

(এটিআর/এসপি/নভেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test