E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৩ সেপ্টেম্বর ২৬ ২৩:০৯:০৯
পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) উপজেলার  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিষয়ে তিনি বলেন- লোড শেডিং কমাতে হবে, বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ একটু বাতাস, বৃষ্টি না হতেই লোডশেডিং করেন এদিকে নজর দিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পর্কে বলেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগী আসলে সর্বোচ্ছ চিকিৎসা না দেওয়া পর্যন্ত কোথাও রেফার করা যাবেনা। হাসপাতালে যে সমস্ত ঔষধ আসে সেই ঔষধ গুলো রোগীকে ঠিকমত দেওয়া হয়না। স্টাফদের ব্যবহার ভালো করার পরামর্শ দেন তিনি। মাদক সম্পর্কে তিনি বলেন, মাদক এর সাথে যারা জড়িত তাদের কোন ছাড় নয়,মাদকের সঙ্গে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। সে যেই হোক মাদক কারবারি। তিনি চিরনী অভিযান চালানোর পরামর্শ দেন মাদকের বিরুদ্ধে । তাহলেই মাদক নির্মুল সম্ভব।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পৌরমেয়র ওয়াজেদ আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি তদন্ত মোঃ ইফতেখার আলম প্রধান পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাংশা উপজেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।


(একে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test