E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে রোগী ও দু:স্থদের মাঝে চেক বিতরণ

২০২৩ সেপ্টেম্বর ১৯ ২০:১৪:২৪
সুবর্ণচরে রোগী ও দু:স্থদের মাঝে চেক বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে রোগী ও দু:স্থদের মাঝে ১৯ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করেছে সুবর্ণচর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপি স্থানীয় সরকার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।

সমাজ সেবা কর্মকর্তা মো: নুরুন নবীর সঞ্চালনা ও সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীজানুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আতিক উল্যাহ সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্তকর্তা মোঃ শাহ জালাল আল মামুন, প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম, কৃষি কর্তকর্তা হারুন অর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস জাহের, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার, চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু সহ উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্টান প্রধানগন উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, ৩৩ জন ক্যান্সার, কিডনি রোগীদের মাঝে জনপ্রতি ৫০হাজার টাকা করে ১৬,৫০,০০০ টাকার চেক, এবং ৪৫ জন দুঃস্থ ও অসহায় , ব্যক্তিদের মাঝে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৩,১৫,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করে যাচ্ছে,যা ভবিষ্যতে আরো বেগবান করা হবে।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test