E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৪:৩৪:৩৯
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ গেল সবজি বিক্রেতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে আক্কাস সিকদার শিকদার নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার হাটচুনা খালি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা ক্লাব এলাকার মোতালেবের ভাড়া বাড়িতে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে কে নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি ভ্যান গাড়ি করে মিজমিজি এলাকায় সবজি বিক্রি করতেন।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির (৩) জানান, ভোরে সবজি ক্রয়ের উদ্দেশ্যে যাত্রাবাড়ী যাচ্ছিলেন আক্কস সিকদার। এ সময় মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে তার বুকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে আঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এমএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test