E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকার আর নেই

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৯:৪৫:৪৩
দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকার আর নেই

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরের কৃতি সন্তান দেশবরণ্য বাউল ও কবি বড় আবুল সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত রবিবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা শিয়াচর এলাকার নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদীয়া গ্রামের মো. কফিলউদ্দিন সরকারের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. তোফায়েল আহমেদ জানান, মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন। বাউল শিল্পী আবুল সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তার মৃত্যুর খবরে পৈত্রিক বাড়ি সুরদীয়া গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। মরহুমের লাশ ফতুল্লাতে দাফন করা হবে।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু দেশবরণ্য বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(এআই/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test