E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজারহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল সমাবেশ 

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৬:২২:২৮
রাজারহাটে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল সমাবেশ 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পার্টির উদ্যোগে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কুশপুত্তুলিকা দাহ করেছে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠ থেকে জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শফিউল আলম, সদস্য সচিব ওয়াহেদ আলী, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি রেজাউল করিম ব্যাপারি, বিদ্যানন্দ ইউনিয়নের সভাপতি শাহ আলম চৌধুরী, সেক্রেটারি একরামুল হক, ছিনাই ইউনিয়নের সেক্রোটারি আনোয়ার হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি শফিউর রহমান স্বপন, উপজেলা যুব সংহতির আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব শাহাজাহান আলী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ ও সেক্রেটারি আতিকুর রহমান আপেল।

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক মেজর(অবঃ) আব্দুস সালাম ও মোস্তাক এর কুশপুত্তুলিকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করে রাখে। বক্তাদের দাবী কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মদকে আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে না রেখে পকেট কমিটি তৈরি করা হয়েছে। যা সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test