E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়’

২০২৩ আগস্ট ১৭ ১৭:৩২:১৯
‘১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়’

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, উন্নয়ন চাইলে শেখ হাসিনার নৌকাকে সমর্থন দিন। তাঁকে আবারও প্রধানমন্ত্রী করুন। 

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া কেজি স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় দেশি বিদেশী চক্রান্ত ছিল। এ হত্যাকান্ড স্বাধীনতার ওপর বড় আঘাত। ১৫ আগস্ট ইতিহাসেরকলঙ্কজনক অধ্যায়। ইনডেমিনিটি আধ্যাদেশের মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করেছিলো হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়া। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত করে এমপি মন্ত্রী বানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা আর বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী দিচ্ছেন সরকার। সবাইকে পেনশনের আওতায় আনতে সার্বজনীন পেনশন সুবিধা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রঞ্জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল বাদল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টের শহীদের রুহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অপরদিকে বুধবার সন্ধায় তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পোরশা বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ্ শাহ্।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, সাবেক সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কালাম শাহ্, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক মিঞা ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শাহ্ চৌধুরী, সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী সহ স্থানীয় এর অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শতাধীক স্থানীয় ডায়াবেটিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

(বিএস/এসপি/আগস্ট ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test