E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত

২০২৩ আগস্ট ১৫ ১৮:৩৬:২০
শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট ৪৮তম জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে সোমবার রাত ১২:০১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পবিত্র কোরআন খতম শেষে রাত ১২টা ৩১ মিনিটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাচ ধারণ শেষে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্তস্তবক অর্পণ, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সরকারি সকল কর্মসূচি ইকবাল হোসেন অপু এবং দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবার হোসেন অপু এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সী, এ্যাড. জহিরুল ইসলাম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী সহ সহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়।

জাজিরা উপজেলাতেও সাংসদ ইকবাল হোসেন অপুর নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।

(কেএনআই/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test