E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামইরহাটে শোক দিবসের কর্মসূচীতে এসে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

২০২৩ আগস্ট ১৫ ১৮:১৩:১৯
ধামইরহাটে শোক দিবসের কর্মসূচীতে এসে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচীতে এক কর্মী স্ট্রোক করে মারা গেছে। 

জানা গেছে, আজ মঙ্গলবার ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজনে। দুপুর ১২টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী আব্দুল মজিদ (৬০) উপজেলা ভূমি কার্যালয়ে সামনে স্ট্রোক করলে তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আব্দুল মজিদ আড়ানগর ইউনিয়নের আড়ানগর বাসিন্দাপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর আড়ানগর গ্রামে তার জানাযার নামাজ শেষে দাফন করা হয়।

এদিকে আব্দুল মজিদের আকস্মিক মৃত্যুতে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকারসহ উপজেলা ও আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

(বিএস/এসপি/আগস্ট ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test