E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মধুখালীতে ট্রাক চাপায় দিনমজুরের মৃত্যু  

২০২৩ আগস্ট ০৯ ১৮:১৯:২০
মধুখালীতে ট্রাক চাপায় দিনমজুরের মৃত্যু  

মহম্মদপুর প্রতিনিধি : মধুখালীতে ট্রাক চাপায় মহম্মদপুরের দিনমজুর এক কৃষকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং ৪ জন আহত হয়েছেন।

জানা গেছে, আজ বুধবার সকালে ঢাকা- মাগুরা মহাসড়কের বাগাট ইউনিয়নের মাঝিবাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে দিন মজুরি বিক্রয় করতে যায় দরিদ্র লোকেরা। এসময় চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্থানে হাটের লোকজনদের চাপা দেয়। ঘটনাস্থলে ফজলু মুন্সি (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু৷ হয়েছে। সে মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের মৃত জামাল মুন্সির ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, ইউছুফ বিশ্বাস (৭২) পিতা মৃত আব্বাস বিশ্বাস, আশরাফ (৩৪) পিতা হাসেম, উভয় বাগাট গ্রামের বাসিন্দা। শোয়েব (৪৬) পিতা আব্দুল হামিদ মৃধা গ্রাম আড়পাড়া, থানা মধুখালী, মুজিবর (৫৮) পিতা ইউসুফ, গ্রাম বিশ্বাসপুর, বোয়ালমারী জেলা ফরিদপুর।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহতদের মধ্যে মুজিবর এর শরীরের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। এ ঘটনা সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ও
করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

(বিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test