E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাংবাদিক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

২০২৩ জুলাই ২২ ১৩:৪২:৫৮
সাংবাদিক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : ক্যান্সারে রোগে আক্রান্ত একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার কে দেখতে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২১ জুলাই) রাতে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে যান তিনি।

এ সময় আজাদ তালুকদারের পাশে বেশকিছু সময় কাটান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় আজাদ তালুকদারের শয্যাপাশে তথ্যমন্ত্রীর সঙ্গে দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।

সাংবাদিক আজাদ তালুকদার বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে চিকিৎসা নিয়ে ভারত থেকে দেশে ফিরে আসেন। এরপর তথ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ আজাদ তালুকদার ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। নিজ এলাকার সন্তান আজাদ তালুকদারের অসুস্থতার শুরু থেকেই নিয়মিত চিকিৎসার খোঁজখবর রাখেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো প্রয়োজনে অতীতের মতো পাশে থাকবেন এবং তার সুস্থতা কামনা করে সবার দোয়া কামনা করেন।

(জেজে/এএস/জুলাই ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test