E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বগুড়ার সোনাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে উপ-সহকারী প্রকৌশলী আহত

২০১৪ অক্টোবর ২৯ ২১:০৩:১৬
বগুড়ার সোনাতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে উপ-সহকারী প্রকৌশলী আহত

বগুড়া প্রতিনিধি : আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে উপসহকারী প্রকৌশলী বদরুদ্দোজা ডিউ (৩২) গুরুতর আহত হয়েছেন।

আহত ডিউ উপজেলার শিচারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইমতিয়াজ আলী মাস্টারের পুত্র। তিনি সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত ডিউ জানান, তার নিজের বাড়িতে পালনকৃত কবুতর হারিয়ে গেলে চোর সনাক্তকরণে পরিবারের লোকজন খোঁজ-খবর শুরু করেন। অযাচিতভাবে একই গ্রামের জনৈক ব্যক্তি নিজেকে ঘটনায় জড়িত করে বুধবার বিকেল সাড়ে ৩টায় মৌলভীর মোড়ে তাকে ডেকে নিয়ে মাথায় ছুরিকাঘাত করে ও বেধড়ক মারপিট করে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

(এএসবি/পি/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test