E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় বিএনপির পদযাত্রা

২০২৩ জুলাই ১৮ ১৮:২৮:২৬
নওগাঁয় বিএনপির পদযাত্রা

নওগাঁ প্রতিনিধি : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নওগাঁয় পদযাত্রা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রায় বিএনপি নেতাকর্মীরভ অংশ নেয়। বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি বেলা ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়। পদযাত্রাটি শহরের কেডির মোড় থেকে বালুডাঙ্গা বাস স্টান্ড পর্যন্ত করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচীতে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ পৌরসভার মেয়র ও সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, মামুনুর রহমান, শেখ রেজাউল ইসলাম প্রমুখ।

(বিএস/এসপি/জুলাই ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test