E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে ৫ লাখ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

২০২৩ জুলাই ১৭ ১৩:২৫:২৩
চট্টগ্রামে ৫ লাখ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের ডাক বাংলো চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বকুল গাছের চারা রোপণ করেছেন।

রাউজান সরকারি কলেজ মাঠে সোমবার (১৭ জুলাই) সকালে এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ৫ লাখ ফলের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাউজান আসেন কৃষিমন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল পালিত প্রমুখ।

সকাল সাড়ে দশটায় ডাক বাংলোতে উপস্থিত হন মন্ত্রী। এ সময় তাঁকে গার্ড অব অনার দেয় রাউজান থানা পুলিশ।

একদিনে ৫ লাখ চারা রোপনের অনন্য রেকর্ডে ও বিশাল এই কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সদস্যরা।

(জেজে/এএস/জুলাই ১৭, ২০২৩)


পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test