E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগাড়া থানার নতুন ওসি রাশেদুল ইসলাম

২০২৩ জুলাই ১৭ ১৩:২১:৩৫
লোহাগাড়া থানার নতুন ওসি রাশেদুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাশেদুল ইসলাম। রবিবার (১৬ জুলাই) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রাশেদুল ইসলাম সিএমপির পাশাপাশি চট্টগ্রাম জেলার লোহাগড়া ও পটিয়া থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা বিভাগে (ডিবি) দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

এমনকি পটিয়া ও লোহাগড়া থানায় থাকাকালে বহু ক্লু-লেজ মামলার রহস্য উন্মোচন করে পুলিশের সুনাম বৃদ্ধি করেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজুম এলাকায়।

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, পুলিশ মানেই জনগণের বন্ধু। নতুন থানায় আমার উদ্দেশ্য হবে সাধারণ মানুষের নিকট নিজেকে একজন আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা। কেননা, এর আগেও লোহাগড়া থানায় ওসি তদন্ত হিসেবে কাজ করেছি।’

ওসি আরও বলেন, ‘সকলের দোয়ায় আইনশৃঙ্খলা উন্নতির মধ্য দিয়ে লোহাগড়াকে একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ডিআইজি স্যারের প্রতি। যিনি আমার উপর আস্থা রেখেছেন। সকলের সহযোগিতা কামনা করছি।

(জেজে/এএস/জুলাই ১৭, ২০২৩)


পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test