E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন জলিলপুত্র এমপি জন

২০২৩ জুলাই ১৫ ১৮:২৯:০২
নওগাঁয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন জলিলপুত্র এমপি জন

নওগাঁ প্রতিনিধি : আজ শনিবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার কির্ত্তিপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী এবং উপকারভোগী জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কির্ত্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২নং কির্ত্তিপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন উত্তরবঙ্গের কৃতিসন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিলের পুত্র নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

অনুষ্ঠানে কিত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক হান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইমরান প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কির্ত্তিপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মোট সাড়ে ৫হাজার ভাতা ও উপকারভোগীদের মধ্য থেকে কয়েক হাজার উপকারভোগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/জুলাই ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test