E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন ১৭ জুলাই

২০২৩ জুলাই ১৫ ১৬:০১:০০
দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন ১৭ জুলাই

দোহাজারী প্রতিনিধি : আগামি ১৭ জুলাই দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ উপশহর দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন পৌরসভার মর্যাদা পাওয়া দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। সামাজিক আড্ডায়, হাট-বাজার, পাড়া-মহল্লার অলি-গলিসহ চায়ের দোকানে সাধারণ মানুষের মুখে মুখে চলছে নির্বাচন নিয়ে দেদারছে আলোচনা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে দিনরাত চলছে মিছিল, মিটিং, উঠান বৈঠক, গণসংযোগসহ শ্লোগান ও গানের তালে তালে ভোট প্রার্থনা। বিভিন্ন প্রার্থীর পোষ্টার, ডিজিটাল ব্যানার ও বিভিন্ন প্রচার পত্রে ছেয়ে গেছে পৌর এলাকার অলি গলি। প্রার্থীরাও এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, প্রার্থনা করছেন দোয়া ও আশীর্বাদ, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নির্বাচিত হলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এককথায় দোহাজারী পৌর এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৩ জন। তারা হলেন সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান মরহুম আবুল কাশেম লেদুর প্রথম পুত্র, চন্দনাইশ উপজেলা যুবলীগ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মোহাম্মদ লোকমান হাকিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান নারিকেল গাছ প্রতীকে আব্দুল্লাহ আল নোমান বেগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমবাতি প্রতীকে মো. জায়নুল আলম।

এছাড়াও ৯টি ওয়ার্ডে ১৭ জন মহিলা কমিশনারসহ (সংরক্ষিত আসন) মোট ৮০ জন কমিশনার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। পৌরসভার ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন প্রথম পৌরপিতা তথা মেয়র, ৯ জন ওয়ার্ড কমিশনার ও ৩ জন মহিলা কমিশনার নির্বাচিত হবেন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

জানা যায়, দোহাজারী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের রায় দেবেন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৬ জন নারী এবং ১৭ হাজার ৭৩০ জন পুরুষ ভোটার রয়েছেন।

চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম জানান, ১৭ জুলাই নবগঠিত দোহাজারী পৌরসভার সুষ্ঠ নির্বাচন উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ১৭ জুলাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।

(জিবি/এসপি/জুলাই ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test