E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, জরিমানা ২ লাখ

২০২৩ জুলাই ১২ ০০:৩৪:৪১
কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, জরিমানা ২ লাখ

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে আবুল বশর আবু (৪৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

অভিযুক্ত দখলদারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা। তিনি আইএমএস গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা বলে জানা যায়।

সহকারী কমিশনার (ভুমি) জানান, চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলা বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এতে নদীর জমি দখল করে স্থাপনা তৈরি করায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি স্থাপনা নির্মাণে সহযোগিতা করায় পেয়ার আহমেদ নামে আরেক ব্যক্তিকেও অর্থদণ্ডের আওতায় আনা হয়। একই সঙ্গে নদী ভরাট করে যে স্থাপনা নির্মাণ করছিলেন তা উচ্ছেদ করা হয়।

জানা যায়, উচ্ছেদ করা জমির পরিমাণ প্রায় ২৫ শতক। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তাগণ। নদী রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।

(জেজে/এসপি/জুলাই ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test