E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমার নাম বিক্রি করে কেউ অন্যায় করলে বেঁধে রাখবেন’

২০২৩ জুলাই ০৭ ১৭:২৫:০৭
‘আমার নাম বিক্রি করে কেউ অন্যায় করলে বেঁধে রাখবেন’

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দলমত নির্বিশেষে আমাদের সবাইকে মনে রাখতে হবে 'মানুষ মানুষের জন্য'। কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের পথ চলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার সাধ্যমত চেষ্টা করি। আমার কারণে যেন কোন অন্যায় ও খারাপ কাজ না হয়। 

শুক্রবার (৭ জুলাই) কর্ণফুলী উপজেলার বড়উঠান জাগির পাড়া ওয়াজেদিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমি বাংলাদেশের একজন মন্ত্রী। তাই আমাকে পুরো দেশে কাজ করতে হয়। সেজন্য এলাকায় সব সময় আসা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার মানুষ আছে তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়।

আপনারা মসজিদে এসে নামাজ পড়বেন, মসজিদ থেকে বের হয়ে অন্যের জমি দখল করবেন, হাঙ্গামা করবেন, আবার এসব নিয়ে আমার কাছে বিচার নিয়ে যাবেন। আপনি আমার দল করেন বলে অন্যায় করবেন। সেটা আমি পক্ষ নিব। সেই রকম মানুষ আমি নই। আমার নাম বিক্রি করে কেউ অন্যায়, অনিয়ম ও সমাজ বিরোধী কাজ করলে তাঁকে আপনারা বেঁধে রাখবেন। তবে ভালো কাজ করলে তাদের সমর্থন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী ও স্থানীয় মুসল্লীগণ।

(জেজে/এসপি/জুলাই ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test