E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বগুড়ায় জামায়াত-শিবির নেতাকর্মীসহ ১৩৮ জন গ্রেফতার

২০১৪ অক্টোবর ২৮ ১১:০৩:০৭
বগুড়ায় জামায়াত-শিবির নেতাকর্মীসহ ১৩৮ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩৮ জনকে গ্রেফতার করে।

মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের মধ্যে ভাঙচুর, নাশকতা, মাদক ও মামলার আসামি রয়েছে।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৩৮ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বগুড়া শহরের উপশহর ছাত্রশিবির সভাপতি আতিক, সাহিত্য সম্পাদক ফেরদৌস আলম।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে বগুড়া পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে।

(এএসবি/এনডি/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test