E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

৫ টাকার ভাড়া ১০ করার দাবিতে অটোচালকদের সড়ক অবরোধ

২০২৩ জুন ০৮ ১৮:৪৮:২৮
৫ টাকার ভাড়া ১০ করার দাবিতে অটোচালকদের সড়ক অবরোধ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির এ বাজারে অটোভাড়া বৃদ্ধি না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন কাটাচ্ছেন বলে অটোচালকরা জানিয়েছেন। তাঁদের দাবি, লোকাল রুটে ৫ টাকার ভাড়া যেন ১০ টাকায় উন্নীত করেন পৌর কর্তৃপক্ষ।

এ দাবি নিয়ে আন্দোলন ও সড়ক অবরোধের কারণে দুজন অটোচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে শহরের গেটপাড় এলাকায় এ সড়ক অবরোধ করেন অটোচালকরা। সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। কেউ কেউ অটোরিকশা বের করলে আন্দোলনকারী চালকরা তা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিকশা ঘুরিয়ে দেন। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এ খবর পেয়ে পুলিশ তাঁদের সড়ক থেকে বারবার সরিয়ে দিলেও তাঁরা সড়কে নামছিলেন। পরে সেখান থেকে দুজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অটোচালকরা বলেন, একটি অটোরিকশা চার্জ দিতে ১৫০ টাকা খরচ হয়। এছাড়া অটোমালিককে সারাদিনে জমা খরচ দিতে হয় ৪'শ থেকে সাড়ে ৪'শ টাকা। সবমিলিয়ে প্রতিটি অটোরিকশার পেছনে প্রতিদিন ৬'শ টাকা খরচ হয়। খরচ বাদ দিয়ে যা থাকে তা দিয়েই চালাতে হয় সংসার।

তাঁরা আরও বলেন, জামালপুর শহরে অটোরিকশার সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সারাদিনে ৮'শ থেকে ১ হাজার টাকার বেশি রোজগার করা যায়না। খরচ বাদ দিয়ে এই টাকায় আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, কোনো সড়ক অবরোধ হয়নি। তবে যারা পৌরসভার বৈধ লাইসেন্সধারী চালক তাঁরা আমার কাছে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে এসেছিলেন। আমি নাগরিক সমাজের লোকজনদের নিয়ে এক যৌথসভার মাধ্যমে তাঁদের এ দাবির বিষয়ে আলোচনা করব।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test