E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিলাসবহুল গাড়িসহ অনলাইন জুয়াড়ি আটক

২০২৩ জুন ০৪ ১৯:১৩:৪১
বিলাসবহুল গাড়িসহ অনলাইন জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে ৬৮ লাখ টাকা দামের বিলাসবহুল গাড়িসহ তাওহীদ হোসেন (৩৮) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে এনএসআই। সেসময় তার শরীরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল সাদৃশ্য বস্তু উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়।

আটককৃত তাওহীদ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে।

জানা গেছে, আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইন জুয়া খেলতো। দিনের বেলায় পরিহিত শার্টে স্বর্ণের ইস্টিকার মেরে গাড়িটি নিয়ে বিভিন্ন যুবকদের সাথে চুক্তি ও ঘুরাফেরা করতো এবং রাত হলে চলে যেতো চুয়াডাঙ্গা জেলাতে। এভাবে অনলাইনে জুয়া খেলা করে কয়েক কোটি টাকা হাতিয়েছে ওই যুবক।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

(একে/এসপি/জুন ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test