E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় সৈনিকলীগ নেতা রেহান হত্যার ঘটনায় মামলা দায়ের

২০১৪ অক্টোবর ২৬ ১৪:৫২:৫৭
বগুড়ায় সৈনিকলীগ নেতা রেহান হত্যার ঘটনায় মামলা দায়ের

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছুরিকাঘাতে নিহত জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক শিমুল হক রেহানের হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাত ১০টায় বগুড়া সদর থানায় নিহত শিমুলের মা হাজেরা বেওয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ২০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি (তদন্তকারি কর্মকর্তা) নুরে আলম সিদ্দিকী জানান, শনিবার রাতে নিহত শিমুলের মা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা থানায় রেকর্ড হয়েছে। অভিযুক্ত সবুজ সওদাগর, রাহাত, সোহান, বেলাল, বিপুল গ্রেফতার রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে সৈনিক লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন জেলা কমিটির আহবায়ক শিমুল হক রেহান। নিহত রেহান বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙগা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র। সে বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার বসবাস করতো।

(এএসবি/এএস/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test