E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

২০২৩ মে ০৮ ১৭:২৫:৫৮
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, দুই শিশুসহ গুলিবিদ্ধ ৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ।

সংঘর্ষে জড়িতরা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসা ও আরএসও বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন ক্যাম্প-৮ ওয়েস্ট এর ব্লক-এ-১৯ এর মোহাম্মদ করিমের ছেলে ওমর সাদেক (৫), ব্লক-এ/১৯ এর মোহাম্মদ জামালের ছেলে সাফায়েত জসিম (৬) ও একই ব্লকের মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ (৪৮)।

ক্যাম্প সূত্র জানায়, দুপুর ১টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্ট এর এ/২০ ব্লকের আরসা সন্ত্রাসীদের একটি গ্রুপ বি-৬২ ব্লকে অবস্থানে করা আরএসও গ্রুপের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এসময় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি চলে। এসময় দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে দুই গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ বলেন, দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপ হঠাৎ গোলাগুলিতে জড়ায়। একপক্ষ আরেক পক্ষকে ফায়ার করে। এসময় ক্যাম্পের ভেতর দোকানে বসা এক ব্যক্তি ও অপর দুই শিশুর গায়ে কার্তুজ বিদ্ধ হয়ে। তাদের ক্যাম্পে এসজিও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আনুষ্ঠানিক কিছুই জানায়নি। তবে, বিভিন্নজন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে টহলদল পাঠানো হয়েছে।

(ওএস/এসপি/মে ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test