E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় ১৫দিন ব্যাপী জুডো প্রশিক্ষণ ক্যাম্প  উদ্বোধন

২০১৪ অক্টোবর ২৫ ২০:৩২:৩৮
বগুড়ায় ১৫দিন ব্যাপী জুডো প্রশিক্ষণ ক্যাম্প  উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: শনিবার সকাল ১০টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ-১৮ অনাবাসিক জুডো প্রশিক্ষণ ক্যাম্প-২০১৪ এর শুভ উদ্বোধন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন, বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোজাম্মেল হক পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সংস্থার সহ-সভাপতি সহিদুল ইসলাম, খাজা আবু হায়াত হিরু, কার্যনির্বাহী সদস্য আমিনুল ফরিদ, ইমদাদুল হক রতœ, এ্যাডোনিস বাবু তালুকদার, শফিকুল ইসলাম বাবু, সহিদুল ইসলাম স্বপন, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ। ১৫দিন ব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন স্কুল ও কলেজের ২০জন জুডোগীর অংশগ্রহণ করছে। প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করবে জাতীয় ক্রীড়া পরিষদের জুডো প্রশিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী কোচ হিসেবে থাকবে ওয়াজেদ ও মামুন।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test