E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারীতে শীত আসতে না আসতেই শিশুদের নিউমোনিয়ার প্রকোপ

২০১৪ অক্টোবর ২৫ ১৭:১৭:১৬
রৌমারীতে শীত আসতে না আসতেই শিশুদের নিউমোনিয়ার প্রকোপ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : শীত আসতে না আসতেই রৌমারীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা দিয়েছে ব্যাপক নিউমোনিয়ার প্রকোপ। গত ২৪ ঘন্টায় অন্তত ১২জন শিশু রৌমারী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনকদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম রংপুর ও জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

শিশুদের পাশাপাশি বয়স্কদেরও এ রোগ দেখা দিয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের পুত্র সাকিব (৫), চর বোয়ালমারী গ্রামের আল আমিনের পুত্র ফারুক (৩ মাস), কর্তিমারী গ্রামের এনামুলের পুত্র রায়হান (৫দিন), দাঁতভাঙ্গা গ্রামের ওহিদুর রহমানের কন্যা জুঁই (১০দিন), কলমের চর গ্রামের বাবুলের কন্যা জুতির (দেড়মাস) অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিন অনেক নিউমোনিয়ার রোগী আসছে তবে সবাই ভর্তি হচ্ছে না। আর সবাই ভর্তি হলে তো হাসপাতালে জায়গা দেয়া যাবে না। এ কারণে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাচ্ছি।

(আরইএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test