E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক কাউন্সিলর হত্যা

পৌর মেয়রসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

২০২৩ এপ্রিল ২৩ ১৪:৫৪:৫৫
পৌর মেয়রসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রসহ ৪৮ জনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের তিন দিন পর শনিবার (২২ এপ্রিল) রাতে খাইরুল আলমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর মেরাজ খুনা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, সংসদ সদস্য পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক ওরফে টুটুলসহ মোট ৪৮ জনের নাম উল্লেখ করে ওই মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ৪৮ জনকে আসামি করে মামলাটি হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে ১৯ এপ্রিল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের উদয়ন মোড় এলাকায় শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার সঠিক বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন স্বজনরা।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test