E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুলতানপুর ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৪ অক্টোবর ২৪ ১১:৪৩:১৩
সুলতানপুর ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি : সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন মিলনায়তনে সুলতানপুর ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন মোল্লার সঙ্গে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান জালালউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহাবুব রহমান, বিশেষ অতিথি বসন্তুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মুসুল্লী, সমাজ সেবক আকতার উজ্জামান, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন, সমাজ সেবক হাসেম ফকির প্রমুখ।

অনুষ্ঠানে চেয়ারম্যান জালালউদ্দিন মোল্যা বর্তমান সরকারের আমলে গৃহীত উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এলাকাবাসীকে উন্নয়নের সাথে নিবেদিত হওয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যানের (জালাল উদ্দিন মোল্যা) বিগত ০৩ (তিন) বছরের উন্নয়নের ফিরিস্তিু জনসম্মুখে তুলে ধরেন ইউপি সেক্রেটারী জহির উদ্দিন। আগামীতে আরো উন্নয়ন হবে বলেও চেয়ারম্যান জনগনকে আশ্বস্ত করেন। পাশাপাশি উপস্থিত জনগন বলেন, সুলতানপুর ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান জালালউদ্দিন মোল্লা । বিগত দিনে কোন চেয়ারম্যানই এই ধরনের উন্নয়ন মূলক কাজ কর্ম করেন নাই। গত ১০ অক্টোবর মতবিনিময় অনুষ্টানে উপস্থিত জনগন এই দাবী করেন।

সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই জালালউদ্দিন মোল্লা গত ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচত হন। ইতি মধ্যে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি বিগত তিন বছরে প্রত্যন্ত এলাকায় একাধিক রাস্তা-ঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা নির্মাণসহ উন্নয়নমূলক কাজ করছেন। দরিদ্রদের মাঝে সাহেয্য-সহযোগীতা করে এলাকাবাসীর মন জয় করছেন। সরকারী অনুদানের পাশাপাশি নিজের ব্যক্তি উদ্যোগে অনেক অনুদান তিনি গরিব-দু:খিদের মাঝে বিতরন করে আসছেন বলে এলাকাবাসী মতবিনিময় সভায় প্রকাশ করেন। অনুষ্টানে তিনি তার বিগত তিন বছরের উন্নয়ন মূলক কার্মকান্ড নিয়ে বক্তব্য দেন। জনগনের মতামতের ভিত্তিতে আগামী দিনগুলোতে ইউনিয়নের উন্নয়নে আরো বেশী ভুমিকা রাখবেন বলে আশ্বাস্তু করেন। গরীব দুঃখি মানুষের পাশে থাকার চেতনা নিয়েই তিনি সমাজসেবা ও রাজনীতি করেন। বিপুল ভোটের ব্যবধানে এলাকাবাসী তাকে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করেছেন। তাই তিনি জনগনের সেবা দিতে সর্বদা প্রস্থত। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত তিনি নিয়মিত অফিস করেন। জনগনের যেকোন সুখে-দু:খে পাশে থাকেন এবং আগামীতেও থাকবেন বলে মতামত প্রকাশ করেন।

তিনি আরো বলেন, রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধিদের উচিত রাজনৈতিক বিষয়গুলি দেখা এবং রাজনীতির মাধ্যমে সমাধান করা। স্থানীয় সংসদ সদস্য একজন ভালো মনের মানুষ। তার একান্ত সহযোগীতায় তিনি অত্র ইউনিয়নের উন্নয়ন কাজ বেশী করতে পেরেছি বলে দাবী করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত বলে তিনি জানান। ইউনিয়নের উন্নয়ন কাজে সরকারী অনুদানের পাশাপাশি এলাকাবাসীও যথেষ্ট ভূমিকা রাখছে বলে তিনি দাবী করেন। বিগত যেকোন সময়ের চেয়ে বর্তমান চেয়ারম্যানের আমলে শতভাগ কাজ বেশী হয়েছে বলে এলাকাবাসী এই প্রতিনিধিকে জানান। মতবিনিময় সভা শেষে চিত্র বিনোদন অনুষ্টানের আয়োজন করা হয়।

(এএ/অ/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test