E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুই তরুণ নিহত, গুলিবিদ্ধ ২

২০২৩ মার্চ ২১ ১৮:৪৬:৪৯
রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুই তরুণ নিহত, গুলিবিদ্ধ ২

কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে দুই রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-১৩ জি/৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার ক্যাম্প-১৩ জি/ব্লক-৪ এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (২২) ও একই ব্লকের মো. হোসেনের ছেলে মোহাম্মদ রফিক (২০)। আহতরা হলেন একই ব্লকের মো. হোসেনের ছেলে মো. ইয়াসিন (২৮) ও মো. হেসেনের ছেলে নূর আলম (২৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পের ওই ব্লকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বসতঘরে ঢুকে তাদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই বাচা মিয়ার ছেলে রফিক মারা যান। এ ঘটনায় রফিক নামে আরেকজন, ইয়াছিন ও নূর আলম গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ হোসেনের ছেলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অপরাধী শনাক্তে কাজ করছে।

(ওএস/এসপি/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test