E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পিরোজপুরে নসিমনে বাসচাপায় নিহত ৫

২০২৩ মার্চ ১৮ ০১:০৭:৫৩
পিরোজপুরে নসিমনে বাসচাপায় নিহত ৫

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নসিমনে যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- শাহিন মোল্লা (১৮) ও সাব্বির (২০)। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমজাতুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাহিন মোল্লাকে জরুরি বিভাগেই মৃত ঘোষণা করা হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।

এর আগে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শংকরপাশা গ্রামে পিরোজপুর-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যান। হাসপাতালে নেওয়ার পর ইয়াসিনের মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, বিকেলে ২২ জন ক্যাটারিং কর্মী একটি নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে আরও একজন এবং রাতে আরও দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মাসুদুজ্জামান।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test