E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দশদফা দাবিতে পিরোজপুর ক্যাবল অপারেটরদের মানববন্ধন

২০১৪ অক্টোবর ২২ ১৭:৩৮:৩৭
দশদফা দাবিতে পিরোজপুর ক্যাবল অপারেটরদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি : ২০০৬ সালের বিতর্কিত ক্যাবল টিভি নীতিমালা পরিবর্তন সহ সারাদেশে ক্যাবল অপারেটরদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরে মানববন্ধন পালন করে জেলা ক্যাবল অপারেটর’স অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুর ১ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলা মুক্তধারা পরিষদ ও ক্যাবল অপারেটর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ঢাকা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটর ব্যাবসায়িরা মানববন্ধনে অংশ নেন।

বিতর্কিত ক্যাবল টিভি নীতিমালা পরিবর্তন সহ সরকার ঘোষিত ডাইরেক্ট টু হোম সিস্টেমের সুস্পষ্ট নীতিমালা প্রনয়ন, ক্যাবল টিভিকে শিল্প হিসেবে ঘোষনা, পে-চ্যানেলের ক্রয়-বিক্রয় মুল্য নির্ধারনসহ সরকারের প্রতি ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান ক্যাবল অপারেটর ব্যাবসায়ীরা।

মানববন্ধনে আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তধারা পরিষদ ও ক্যাবল অপারেটর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সচিব লায়ন মো. ফিরোজুল ইসলাম, যুগ্ম আহবায়ক তালাত মাহমুদ, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মাসুদ রানা, পাবনার মোস্তফা কামাল, সিরাজগঞ্জের সোহেল মাহামুদ, গাইবান্দার রমজান আলী, নীলফামারীর এম এ পারভেজ, শেরপুরের মুকিদ রায়হান, ঝালকাঠীর লিটন দেবনাথ, পটুয়াখালীর দেলোয়ার হোসেন, ভোলার ইমরান হোসেন শামি ও পিরোজপুর জেলার ক্যাবল ব্যাবসায়ীরা।

(এসএ/জেএ/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test