E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ 

২০২২ অক্টোবর ২২ ১৭:০৫:২২
তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ 

চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোল্লা পুকুর মোড়ে উভয় পক্ষের সংঘর্ষে পাঁচজন জখম হয়েছে। তাদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই দিন আগে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত খালেকের সাথে পূর্ব শত্রুতার সূত্র ধরে ঘটনাস্থলে মোটরসাইকেল ড্রাইভার এর পক্ষ নিয়ে উস্কানিমূলক ভীতি প্রদর্শন করে হাসনাইন মোল্লা (২২)। এরপর শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে জানতে চাইলে খালেক এর ভাগ্নে মোঃ সুমন সহ সবার উপর অতর্কিত হামলা করে হাসনাইন, মমিন মোল্লা, সুমন মোল্লা, রিপন ও মিরাজ সহ কয়েকজন। এতে মোঃ সুমন এর মাথা ফেটে যায় এবং অপর পক্ষেও জখম হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সিআর/এসপি/অক্টোবর ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test