E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কক্সবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

২০২২ অক্টোবর ০৯ ২০:০৭:০৫
কক্সবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ ‍রিপোর্টার : কক্সবাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের কলাতলী পর্যটন জোনের লাইটহাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউপির জেলগেইট এলাকার আবদুল মোনাফের ছেলে নুরুল হুদা জাম্বু (২৫) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার সোলায়মানের ছেলে আবুল হাশেম (৪৫)।

এ ঘটনায় আহত অপর শ্রমিক মো. হামিদ (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শহরের পাহাড়তলির আবুল হোসেনের মাধ্যমে ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান কয়েকজন শ্রমিক। প্রথমে একজন ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য আরও দুজন সেখানে গেলে তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে ট্যাংকের ওপরের ছাদ ভেঙে তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাম্বু ও হাশেম মারা যায়।

নিহত শ্রমিক হাশেমের স্ত্রী হাসিনা বিবি বলেন, আমার স্বামীকে সেপটিক ট্যাংকে নামিয়ে দিলে সেখানে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। মামলা করতে পারব কিনা জানি না। তবে মরদেহ পোস্টমর্টেম না করার চেষ্টা করছি।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষের অবহেলা ও গাফলতি দেখা গেছে। ঘটনার পর থেকেই ভবন মালিক ও ঠিকাদার উধাও।

তিনি আরও বলেন, একপক্ষ ময়নাতদন্ত করতে চাচ্ছে না তবুও দুজনের ময়নাতদন্ত করা হবে। ঘটনায় ভুক্তভোগীরা আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে তাদের সহযোগিতা করা হবে।

(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test