E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

২০২২ অক্টোবর ০৪ ১৬:০৮:৩৮
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন মাইক্রোবাসযাত্রি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে মহাসড়কের ঐ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী জানান, নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামি যাত্রিবাহি একটি মাইক্রোবাস রাত সাড়ে এগারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌছে পিছন দিক থেকে যাত্রিবাহি একটি বাসকে ধাক্কা দেয়। ধাক্কা দেয়া মাইক্রোবাসবাটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার আইল্যান্ডের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ১১ জন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরো একজন মারা যায়।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test