E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনার জন্মদিনে সিরাজগঞ্জে খাদ্যসামগ্রী ও বস্ত্র পেল হতদরিদ্ররা

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৬:২৭:৪৬
শেখ হাসিনার জন্মদিনে সিরাজগঞ্জে খাদ্যসামগ্রী ও বস্ত্র পেল হতদরিদ্ররা

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী আশ্রয়ন প্রকল্পে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি’র ব্যাক্তিগত অর্থায়নে ১৩৮টি পরিবারের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বাঘাবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাভলু। এসময় অতিথিরা আশ্রয়ন প্রকল্প ঘুড়ে সুবিধাভোগিদের সাথে কথা বলেন।

এছাড়াও সদর উপজেলা ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হতদরিদ্র মহিলাদের মধ্য সেলাই মেশিন বিতরণ করা হয়। এরপর হাটিকুমরুল ইউনিয়নে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন এস এম কামাল হোসেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test