E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নারী নিহত

২০১৪ অক্টোবর ১২ ১৩:০১:৪৮
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ফুলবাড়ী উপজেলার খালিসা-কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহেরা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে নো-ম্যানসল্যান্ডে গেলে ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ নো-ম্যানসল্যান্ডে পড়ে থাকলেও দু-দেশের সীমান্ত রক্ষীদের কোনো পক্ষই তাকে উদ্ধার করতে পারছে না।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় শাহেরা খাতুন নো-ম্যানসল্যান্ডে গেলে বিএসএফর গুলিতে নিহত হন তিনি।

শাহেরা খাতুন সীমান্ত লাগোয়া ভারতীয় অংশের বাসিন্দা বলে জানান তিনি।

(ওএস/এইচআর/অক্টোবর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test