E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনা বইমেলায় ‘কবিতা পাঠের আসর’

২০২২ সেপ্টেম্বর ২৪ ১৫:২৫:২৮
শেখ হাসিনা বইমেলায় ‘কবিতা পাঠের আসর’

কক্সবাজার প্রতিনিধি : রাষ্ট্রনায়ক হিসেবে নয়, সাহিত্যিক হিসেবেও শেখ হাসিনার রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়। শত ব্যস্ততা, প্রতিকূলতার মধ্যেও সময় পেলেই তিনি বই পড়েন, লেখালেখি করেন। শেখ হাসিনার অন্যান্য গ্রন্থ পাঠ করলেও বোঝা যায়, নান্দনিক সাহিত্যের পাশাপাশি তাঁর রচনা হয়ে উঠেছে বাংলাদেশ ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি, সমাজনীতিসহ নানা অঙ্গনের গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের আয়োজনে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আজ মেলার ২য় দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বইমেলা ২০২২ এর আয়োজক কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে ও কবি শামীম আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অমিত চৌধুরী, মো. নাছির উদ্দীন, কবি আসিফ নূর, কবি ও গবেষক আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী, এম জসিম উদ্দিন, শামীম আকতার, কালাম আজাদ, আহমদ সুলতান, সিফাত আল নুর প্রমুখ।

(এমবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test